ডিসেম্বরে সরবরাহ হবে টেসলার প্রথম সেমি ট্রাক

৮ অক্টোবর, ২০২২ ২৩:১৭  
বিদ্যুচ্চালিত বাণিজ্যিক সেমি ট্রাক উৎপাদন শুরু করেছে টেসলা। আগামী ১ ডিসেম্বর প্রথম এ ট্রাকের সরবরাহ পাবে পেপসি। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইট বার্তায় সেমি ট্রাকের উৎপাদন ও সরবরাহ নিয়ে এসব জানিয়েছেন। ২০১৭ সালে ব্যাটারিচালিত সেমি ট্রাকের প্রটোটাইপ উন্মোচন করেছিলেন বিশ্বের শীর্ষ এ ধনকুবের। সে সময় তিনি বলেছিলেন, ক্লাস ৮ ট্রাকটির ২০১৯ সালে উৎপাদন শুরু হবে। তবে যন্ত্রাংশ ঘাটতির কারণে এ সময়সীমা বারবার পেছানো হয়েছে। ট্রাকটি এক চার্জে ৫০০ মাইল (৮০৫ কিলোমিটার) পাড়ি দিতে সক্ষম। তবে কতসংখ্যক সেমি ট্রাক উৎপাদন করা হবে তা জানায়নি টেসলা। ট্রাকটি কিনতে ১ লাখ ৮০ হাজার ডলার খরচ হবে বলে আশা করা হচ্ছে। ২০১৭ সালে কোমল পানীয় জায়ান্ট ১০০ ইউনিট সেমি ট্রাকের বুকিং দিয়েছিল। ডিবিটেক/বিএমটি